বরিশাল জেলার বাকেরগঞ্জে দাফন কার্যক্রম চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগ্নে মারা গেছেন। রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পারশিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পারশিবপুর গ্রামের আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) এবং ছোট রঘুনাথপুর গ্রামের চান্দু শিকদারের ছেলে ফিরোজ শিকদার (২৮)। স্থানীয়রা জানায়, পারশিবপুর গ্রামের মৃত আনিচ হাওলাদারের জানাজা শেষে কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দাফনের পর খাটিয়া সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সরোয়ার ও ফিরোজ। কবরস্থানে টাঙানো বিদ্যুতের তারে ত্রুটি থাকায় সেটি লাশ বহনকারী খাটিয়ার সংস্পর্শে আসলে এ দুর্ঘটনা ঘটে।...