যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাজির হওয়ায় ইউএস ওপেনের ফাইনাল কোর্টে গড়ায় একটু দেরিতে। তার পরও নিজেকে মেলে ধরতে সমস্যা হয়নি কার্লোস আলকারেজের। ইয়ানিক সিনারকে হারিয়ে দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা ঘরে তুলেছেন স্প্যানিশ তারকা। ২২ বছর বয়সী আলকারেজ প্রথম সেট ৬-২ গেমে জিতলেও পরের সেটে তাকে ৩-৬ গেমে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন সিনার। কিন্তু পাল্টা জবাবটা ছিল ওই পর্যন্তই। তার পর দাপট দেখিয়ে আলকারেজ গ্র্যান্ড স্লাম নিশ্চিত করেছেন ৬-১, ৬-৪ গেমে। তাতে জুলাইয়ে উইম্বলডন ফাইনালে পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছেন আলকারেজ। এই জয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর আবার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নেবেন স্প্যানিশ তরুণ।...