ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে গতকাল রোববার রাতে আগে ব্যাটিং করে অনেকটা ধুঁকে ধুঁকে ১৪১ রান তোলে পাকিস্তান। দলটির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন সাতে নামা মোহাম্মদ নেওয়াজ। সেটাও ২১ বল খেলে! পাকিস্তানের রান কিংবা নেওয়াজের ইনিংস- টি-টোয়েন্টি বিবেচনায় কোনোটাই চলনসই নয়! শারজায় এ স্বল্প সংগ্রহ নিয়ে পাকিস্তানি বোলাররা আফগানিস্তানকে আটকাতে পারে কিনা, সেটাই ছিল দেখার। সে পথে ব্যাট হাতে সর্বোচ্চ রান করা নেওয়াজই বল হাতে পাকিস্তানের নেতৃত্ব দিয়েছেন। হ্যাটট্রিকসহ মাত্র ১৯ রানে ৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনে। সঙ্গে আরো দুই স্পিনার আবরার আহমেদ সুফিয়ান মুকিমও নিয়েছেন দুটি করে উইকেট। পাকিস্তানি স্পিনে বিদ্ধ হয়ে ইনিংসের ২৫ বল বাকি থাকতে মাত্র ৬৬ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। তাতে ৭৫ রানের জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি সারলেন সালমান আলী আঘারা।...