০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়কান্দি গ্রামের আফাজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ মাহাবুল ইসলাম (৫৬) পেশায় একজন কলা ব্যবসায়ী। কলা ক্রয়-বিক্রয়ের জন্য তাকে বিভিন্ন এলাকাতে যেতে হয়। কলার ডালা মাথায় নিয়ে বাই সাইকেল চালিয়ে বিভিন্ন এলাকাতে যাতায়াত করে থাকেন মাহাবুল। মাহাবুলের কলার ডালা মাথায় নিয়ে বাইসাইকেল চালানো দেখে অনেকে হতবাক হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকেন। মাহবুল জানান, দীর্ঘ ২৭ বছর ধরে তিনি কলার ব্যবসা করেন। প্রায় দেড়যুগ হতে চলেছে ডালা থেকে হাত ছেড়ে কলার ডালা মাথায় নিয়ে বাইসাইকেল চালিয়ে ঈশ্বরদী, রাজাপুর, মাঝগ্রাম, দাশুড়িয়া ও মুলাডুলির বিভিন্ন এলাকায় কলা ক্রয়-বিক্রয় করে আসছেন। তিনি বলেন, প্রথম দিকে এক হাত দিয়ে কলার ডালা ধরে বাইসাইকেল চালাতেন। হঠাৎ একদিন কলার...