গতকাল ৭ সেপ্টেম্বর ছিল ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন। সে সময় শেষ। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় অপেক্ষায় আছে ডাকসু নির্বাচনের। আগামীকাল মঙ্গলবার ভোটের দিন। ছয় বছর পর আবারও ছাত্র প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রজন্মের অনেকের কাছেই এটি প্রথম নির্বাচন। ফলে এই নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন সরগরম। নির্বাচন কমিশনের তথ্যমতে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ হবে। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। এবার দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরাও প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সহযোগী রিটার্নিং কর্মকর্তা শারমীন কবীর বলেন, ‘যেসব শিক্ষার্থীর দৃষ্টিপ্রতিবন্ধকতা রয়েছে এবং...