ইংল্যান্ডকে সিরিজ হারানোর মজা হাড়ে হাড়ে টের পেলো দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ বগলদাবা করেছিল প্রোটিয়ারা। সাউদাম্পটনে শেষ ম্যাচে সফরকারীরা ছিল অনেকটাই নির্ভার। সেই সুযোগে ইংলিশরা মরণকামড় দিলো দক্ষিণ আফ্রিকাকে। শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মাত্র ৭২ রানে গুটিয়ে ৩৪২ রানের বিশাল জয় তুলে নিয়েছে স্বাগতিক দল। এত বড় ব্যবধানের জয় ওয়ানডে ক্রিকেট ইতিহাসেই এই প্রথম। এর আগে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি ছিল ভারতের। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে থিরুভানান্তাপুরামে ৩১৭ রানে জিতেছিল ভারত। একই বছর ওয়াংখেড়েতে এই শ্রীলঙ্কাকেই ৩০২ রানের বড় ব্যবধানে হারায় ভারত, যা কিনা ওয়ানডে ইতিহাসের সেরা পাঁচ বড় জয়ে পঞ্চম নম্বরে। মজার ব্যাপার হলো, ওয়ানডে ইতিহাসে রানের হিসেবে সেরা পাঁচ জয়ের চারটিই এসেছে ২০২৩ সালে। তৃতীয় অবস্থানে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৩ সালে দিল্লিতে অস্ট্রেলিয়ার ৩০৯...