অভিনেত্রীকে হেনস্তার অভিযোগে মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা সানাল কুমার শশীধরনকে আটক করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) মুম্বাই বিমানবন্দরে তাকে আটক করে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছে কেরালা পুলিশের একজন কর্মকর্তা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা গেছে, কেরালা পুলিশের জারি করা নির্দেশনার ভিত্তিতেই তাকে আটক করা হয়। আটক হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে এ ঘটনা জানান সানাল। তিনি লিখেছেন, পুলিশ ও কেরালার কমিউনিস্ট পার্টি আমার সঙ্গে আইনি আচরণ করবে বলে আমি বিশ্বাস করি। আমার বিরুদ্ধে মামলার বিষয়ে কিছু জানি না। নির্মাতা আরও দাবি করেছেন, ২০২২ সালের একটি মামলার কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, মামলাটির কোনো রায় না হওয়া সত্ত্বেও কেন এখনো তাকে নজরদারিতে রাখা হচ্ছে। এমনকি আটক হওয়ার পর বিমানবন্দরে তাকে খাবার বা পানি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন...