রোববার সকালের রেকর্ড অনুযায়ী রাজধানী ঢাকার বায়ুমান ২৫তম অবস্থানে ছিল। সোমবারও ঢাকার বায়ুমান সহনীয় পর্যায়ে রয়েছে। বরং অনেকটা উন্নতিও দেখা গেছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৬৬। দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এদিন ৩৩তম। রোববার সকাল ৯টায় ১০ মিনিটের রেকর্ড অনুযায়ী বায়ুমান ২৫তম অবস্থানে ছিল। বায়ুদূষণের তালিকায় শীর্ষে এখন ভিয়েতনামের হ্যানয়। শহরটির বায়ুমান ১৭১, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে উগান্ডার কাম্পালা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, ফিলিপাইনের ম্যানিলা ও সৌদি আরবের রিয়াদ। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৭, ১৬৬, ১৫৩ ও ১৪৪। আরও পড়ুনআরও পড়ুনঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি...