গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমা এলাকায় মোশারফ নামে এক মাদক ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করে র্যাবের সদস্যরা। তবে তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে- এমন অভিযোগে র্যাবের গাড়ি অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদেরকেও আটক করে রাখে। পরে র্যাবের একাধিক গাড়ি ঘটনাস্থলে গিয়েও রোষানালে পড়ে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌশল অবলম্বন করে অবরোধকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে কয়েকজনকে আটক করে ঘটনাস্থল ত্যাগ করেন। রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয়ে রাত পৌনে ৯টা পর্যন্ত র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের সঙ্গে স্থানীয়দের এমন তাণ্ডবে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে পুরো বরমী এলাকা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে র্যাবের একটি দল ওই এলাকার এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ধরে তাদের গাড়িতে তোলে।আরও...