নিজস্ব প্রতিবেদক : প্রস্রাবের রং আমাদের শরীরের ভেতরে চলমান নানা শারীরিক প্রক্রিয়া ও রোগের এক প্রতিচ্ছবি। অনেকেই মনে করেন, প্রস্রাব কেবল হলুদ রঙেরই হয়। তবে বাস্তবতা অনেক ভিন্ন। এটি হতে পারে লাল, কমলা, গোলাপি, বাদামি এমনকি নীল বা বেগুনিও। কখনো কখনো আবার রংধনুর মতো রঙিন প্রস্রাবও দেখা যেতে পারে। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে— প্রস্রাবের রং কীভাবে শরীরের স্বাস্থ্য পরিস্থিতির বার্তা দেয়। প্রস্রাব হলো শরীরের বর্জ্য পদার্থ নির্গমনের প্রক্রিয়া, যার মাধ্যমে ইউরিয়া, ক্রিয়েটিনিনসহ অন্যান্য বর্জ্য শরীর থেকে বেরিয়ে যায়। তবে এসব উপাদানের ভারসাম্য ও উপস্থিত রোগ অনুযায়ী প্রস্রাবের রঙে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। প্রস্রাবে রক্ত মিশ্রিত হলে সেটি লাল বা রেড ওয়াইনের মতো গাঢ় লাল হয়ে যেতে পারে।এর কারণ হতে পারে: কমলা বা গাঢ় হলুদ রঙের প্রস্রাব...