০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ এএম গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। তবে প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক সাব্বির (ছদ্মনাম) পালিয়ে গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কলেজছাত্রী জানান, কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সিমা (ছদ্মনাম) নামে ওই তরুণীর সঙ্গে গত ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহপাঠী সাব্বিরের সঙ্গে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সাব্বির তাকে শারীরিক সম্পর্কের ফাঁদে ফেলে, পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। উপায় না পেয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন সিমা। কলেজছাত্রী বলেন, সাব্বির আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছে। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। আমি ন্যায্য অধিকার চাই।...