ভোলার বোরহানউদ্দিনে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে জুতার মালা পরিয়ে ও পুরুষকে মাথা ন্যাড়া করে দিয়েছে কয়েকজন। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠে বিভিন্ন মহল। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাজারে চায়ের দোকানের সামনে বাঁধা মাঝ বয়সী এক পুরুষের মাথা ন্যাড়া করে দিচ্ছে কিছু লোক। পাশেই আরেক নারীর গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছে এক ব্যক্তি। তাদের ঘিরে রাখা লোকজন এ দৃশ্য ভিডিও করছে। ঘটনার বর্ণনাও দিতে দেখা গেছে একজনকে। এ বিষয়ে বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির জানান, শনিবার রাত ৩টার দিকে অনৈতিক কাজের অভিযোগে ওই নারী ও একই এলাকার...