০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১ নং ময়দানহাট্টা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটির জরাজীর্ণ ভবন ও জনবলের অভাবে বেহাল হয়ে পড়ছে।জনবল সংকট ও নিয়মিত তদারকির অভাবে ঝোপঝাড়ে পরিণত হয়েছে স্বাস্থ্যকেন্দ্রের আশপাশ। সপ্তাহে দুই দিন উপজেলার মোকামতলা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র থেকে ফার্মাসিস্ট এসে চিকিৎসা সেবা দেয়। প্রায় শতাধিক রোগীর সেবা দিতে হিমসিম খেতে হয় তাকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের পার্শ্বে অবস্থিত উপস্বাস্থ্য কেন্দ্রের চারপাশ জঙ্গলে পরিপূর্ণ। উপস্বাস্থ্য কেন্দ্রের কয়েকটি ভবন বেদখল।সেসব ভবনে বসবাস করছে ৪ টি মুসলিম পরিবার ও ২ টি হরিজন সম্প্রদায়ের পরিবার। ওই স্বাস্থ্য কেন্দ্রের ৭০ শতাংশ জমি বেদখল। উপস্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজনীয় আসবাবপত্রের অভাব রয়েছে। চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন রোগীর কাছে উপস্বাস্থ্য কেন্দ্রের সার্বিক সেবার বিষয়ে জানতে...