ইউএস ওপেনের শিরোপার লড়াই দিয়ে টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি হলেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। সর্বশেষ আট সপ্তাহ আগে আলকারাজকে হারিয়ে উইম্বলডন শিরোপা জিতেছিলেন সিনার। এবার ইউএস ওপেনে যেন মধুর প্রতিশোধ নিলেন আলকারাজ। চার সেটের জমজমাট লড়াইয়ে ইতালির সিনারকে হারিয়ে দ্বিতীয়বার ইউএস ওপেন শিরোপা জিতেছেন আলকারাজ। গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ইউএস ওপেনের ফাইনালে নিউইয়র্কে ম্যচজুড়ে দাপট দেখিয়েছেন আলকারাজ। শুরু থেকেই আধিপত্য ধরে রেখে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে সহজেই হারান সিনারকে। এদিন ম্যাচের আগে প্রত্যাশা ছিল এক জমজমাট লড়াইয়ের, তবে আর্থার অ্যাশ স্টেডিয়ামে দেখা গেছে এক তরফা প্রদর্শনী। ছন্দে থাকা আলকারাজ যেন প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। শুরু থেকেই ছিল তীক্ষ্ণ মনোযোগ, নিখুঁত শট এবং আত্মবিশ্বাসে ভরা খেলা। ফাইনালে ম্যাচে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার...