নরসিংদী:নরসিংদী রেলওয়ে স্টেশনে চাঁদাবাজি, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কারের দীর্ঘ ৬ মাস ১১ দিন পর জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তা জানানো হয়। মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে দেওয়া ওই পত্রটিতে উল্লখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আগে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল আপনাকে নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করে। পরবর্তীতে আপনাকে নরসিংদী জেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক পদে পদায়ন করা হয়, যা গঠনতন্ত্রের পরিপন্থি হিসেবে কেন্দ্র গণ্য করেছে। তাই কেন্দ্রের নির্দেশে আপনাকে নরসিংদী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদ থেকে অব্যাহতি...