বর্তমানে কুকি বিষয়ে নোটিস ছাড়া ওয়েবসাইট ব্রাউজ করা যেন এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সাধারণত একটি পপ-আপ আসে, যেখানে বলা থাকে ‘একসেপ্ট অল’ বা সব মেনে নিন ও ‘রিজেক্ট অল’ বা সব বাতিল করুন। কখনো কখনো তৃতীয় কোনো অপশনও থাকতে পারে বা পছন্দ অনুসারে সেটিং বদলানোর জন্য লিংকও থাকতে পারে। ব্যবহারকারীদের জন্য এ ধরনের বিভিন্ন পপ-আপ ও ব্যানার সাধারণত বিরক্তিকর বিষয় হয়ে থাকে এবং প্রথম প্রতিক্রিয়া হয়ত এগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলার চেষ্টাও করেন অনেকে। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকে সরাসরি ‘একসেপ্ট অল’ বাটনে ক্লিক করেন বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। কিন্তু কুকি আসলে কী? ব্যবহারকারীদের বারবার কেন এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। আর যখন তারা কুকি ‘একসেপ্ট’ বা ‘রিজেক্ট’ করে তখন কী ঘটে? এসব প্রশ্নের উত্তর...