প্রথম যুব ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি মিস করেছিলেন ইংল্যান্ডের ইসাক মোহাম্মেদ। তবে বাঁহাতি ওপেনার এবার আর ভুল করলেন না। সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডে ম্যাচে ৯ ছক্কা ও ৬ চারে ৯৫ বলে খেললেন ১০৪ রানের ইনিংস। তাতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল ৪ উইকেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনে। ইসাক ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলির ভাগ্নে। রবিবার দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্য তাড়ায় ইসাক ও জো মুরসের ব্যাটে দারুণ শুরু পায় ইংল্যান্ড। ৪৭ রানের ইনিংস খেলেন মুরস। শেষ দিকে ৩৫ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেছেন জ্যাক নেলসন। বাংলাদেশের হয়ে রাতুল ৩টি এবং ফাহাদ, আল আমিন ও ফারান শাহরিয়ার একটি করে উইকেট নেন। তার আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে তোলে...