চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দক্ষিণ রাগৈ গ্রামে উদ্বোধন করা হয়েছে সম্পূর্ণ কাঠের তৈরি মসজিদ ‘রাগৈ কাঠের মসজিদ ও মাহাদ’। স্থানীয় ও প্রবাসীদের অর্থায়নে নির্মিত এই অনন্য স্থাপনা শুধু একটি ইবাদতের স্থানই নয়; এটি হয়ে উঠেছে ঐতিহ্যের স্মারক, ঐক্যের প্রতীক। স্থানীরা জানান, প্রায় ৪০ বছরের পুরনো একটি টিনের মসজিদের স্থানে নির্মিত হয়েছে এই...