০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ এএম ময়মনসিংহের তারাকান্দা হয়ে ফুলপুর- হালুয়াঘাট আঞ্চলিক সড়কটি জেলার অন্যতম ব্যস্ত যোগাযোগ পথ। প্রতিদিন হাজারো যাত্রী এই সড়ক দিয়ে যাতায়াত করেন। তবে সম্প্রতি এ সড়কে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়ে ভয়াবহ রূপ নিয়েছে। প্রতারণা ও লুটপাটের পাশাপাশি এবার প্রাণহানির ঘটনা ঘটেছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। গত ১৯ আগস্ট ফুলপুরের গ্রীণরোডে বসবাসরত প্রবীণ ব্যবসায়ী আব্দুল জব্বার খান (৭৩) অজ্ঞান পার্টির শিকার হয়ে প্রাণ হারান। দুর্বৃত্তরা নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করে তাঁকে অচেতন করে ফেলে। গুরুতর অবস্থায় তারাকান্দা বাস-স্টেশন থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা তারাকান্দা...