জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ সাদী হাসান। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ২১নং ছাত্র হলের ক্যান্টিনে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা করেন এই ভিপি প্রার্থী । সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত প্রচারণার একাধিক ছবিতে দেখা যায়, শেখ সাদী ২৫জনের অধিক ভোটারের উপস্থিতিতে ভোট চাচ্ছেন। যা নির্বাচনী আচরণবিধির ৭(খ) ধারা লঙ্ঘনের শামিল। উক্ত ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের অনুমতি ব্যতিত ২৫জনের অধিক মানুষের একসাথে জমায়েত হওয়া যাবে না। এ বিষয়ে জানতে চাইলে শেখ সাদী হাসান বলেন, সেখানে...