সোমবার ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মৃত দুজন হলেন কুমিল্লা আদালতের সাবেক কর্মকর্তা প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার (৫০) এবং তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়েল ছাত্রী সুমাইয়া আফরিন (২৪) । কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বা সময় এখনো জানা যায়নি। “সিসি ক্যামেরার ভিডিওসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানান, সাড়ে তিন বছর আগে ওই বাসা ভাড়া নিয়েছিলেন নুরুল ইসলাম। গত বছর তার মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছিলেন। তাহমিনার তিন ছেলেমেয়ের মধ্যে বড় ছেলে তাজুল ইসলাম ফয়সাল হাই কোর্টের...