রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা আগের থেকে আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে নুরের। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, ঘটনার দিন নুরুল হক নুরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তিনিসহ কয়েকজন চিকিৎসক দ্বারা একটি বোর্ড গঠন করে তার কার্যক্রম শুরু করা হয়। সেদিন হাসপাতালের পরিচালকসহ অন্যান্য চিকিৎসকরা সরাসরি হাসপাতালে অবস্থান করে সারারাত তার চিকিৎসার কার্যক্রম চালিয়ে গেছেন। পরে ওদিন রাতেই চিকিৎসার কার্যক্রমের মধ্যেই জরুরি বিভাগ থেকে নুরুল হক নুরকে হাসপাতালের পুরাতন...