মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরপাড়ে পানির নিচে তলিয়ে শত শত হেক্টর জমি। ধান রোপণের মৌসুম পেরিয়ে গেলেও জলাবদ্ধতার কারণে কৃষকেরা মাঠে নামতে পারছেন না। এতে নষ্ট হচ্ছে চারা, দুশ্চিন্তায় দিন কাটছে হাওরপারের হাজারো কৃষকের। স্থানীয় কৃষকদের অভিযোগ পানি সেচ দেওয়ার ব্যবস্থা থাকলেও পানি উন্নয়ন বোর্ড পানি সেচ দিচ্ছে না। যে কারণে চাষের সময় পার হলেও আমরা চাষ করতে পারছি না। কৃষি বিভাগ বলছে, বন্যার ব্যাপকতা কমে যাওয়ায় বিগত কয়েক বছর ধরে হাওরের ওপরের দিকে আমন চাষ হয়ে আসছে। তবে আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে এর কোন নেতিবাচক প্রভাব পড়বে না। অতিরিক্ত আমন আবাদ কৃষকের জন্য লাভজনক। গভীর হাওরে পানির লেভেল ৭ থেকে সাড়ে ৭ মিটার পর্যন্ত থাকলে ৮০০ হেক্টর জমিতে আমন আবাদ সম্ভব হতো।পানি উন্নয়ন বোর্ড কর্তপক্ষ জানিয়েছে, হাওরের জীববৈচিত্র ও মৎস সম্পদ...