০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম গাজীপুরের শ্রীপুরে অস্ত্র উদ্ধার করতে গিয়ে জনতার রোষানলে পড়ে র্যাবের একটি দল অবরুদ্ধ হয়। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সেনাবাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। গতকাল বিকেলে ৫টার দিকে বরমী-শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে একটি দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে শ্রীপুর থানা পুলিশ। সবশেষ রাত ৮টার দিকে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। জানা যায়, স্থানীয় চাঁদাবাজ ও সন্ত্রসীর পক্ষ নিয়ে পরিকল্পিতভাবে এক অটোরিকশা ব্যবসায়ীর দোকানে অস্ত্র রেখে উদ্ধার অভিযানে যায় র্যাবের একটি দল। দোকানমালিক মোশারফকে (৩৫) টানা হেঁছড়া করে গাড়িতে তুলে নেয় তারা।পরে সড়কে ব্যারিকেড দিয়ে র্যাবর গাড়িসহ একটি মাইক্রোবাস আটকে রাখে স্থানীয় জনতা। একইসঙ্গে মোশারফকে র্যাবের কাছ থেকে ছিনিয়ে...