০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীর উদ্যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হতদরিদ্র পরিবারের স্বপ্ন পূরণে বাস্তবায়ন করা হলো “প্রজেক্ট উজ্জীবন”। এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের সহায়তায় উপজেলার ২৭টি পরিবারের মাঝে ৫৪টি ছাগল বিতরণ করা হয়। রবিবার ০৭ ই সেপ্টেম্বর তেঁতুলিয়া উপজেলার ইকো মহানন্দা কটেজে আয়োজিত অনুষ্ঠানে আলোচনাসভা ও ছাগল হস্তান্তর করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল জি বাংলাদেশের কর্পোরেটের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজী ফয়সাল -আল-আহসান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও সরকারি কলেজের অব: অধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের মো: আব্দুল মজিদ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো: আব্দুর রশীদ। এছাড়া উপকারভোগী ২৭ টি পরিবারের সদস্য বৃন্দ, সমাজ বিজ্ঞান বিভাগের...