০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ এএম বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ১৬৭)। এদিকে ২৪তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা, স্কোর ৭৩। যা ‘মাঝারি বা ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে। আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা শহর। সেখানের বায়ুর স্কোর ১৬৭। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় স্কোর ১৬৪)। ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা। চতুর্থ স্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, স্কোর ১৫৩। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে...