ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগে নারীর চুল কেটে জুতার মালা পরানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। ঘটনাটি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ঘটেছে। ভুক্তভোগী নারীর মা জানান, তার মেয়ে বসতঘরে ছিলেন। গভীর রাতে স্থানীয় শিহাব এসে চোর ধরেছেন বলে তাকে দরজা খুলতে বলেন। তিনি দরজা না খোলায় ৪-৫ জন বসতঘরের বেড়ার টিন ভেঙে ঘরে প্রবেশ করে। ওই সময় পরকীয়ার অভিযোগ এনে তাকে ও ইদ্দিক মাঝিকে ধরে নিয়ে যায় ও স্থানীয় একটি বাজারে আটকে রাখে। এরপর সকালে স্থানীয় নতুন বাজার এলাকায় এনে কয়েকজন নারী তার চুল কেটে দেন। পরে স্থানীয় জলিল, নূরন্নবী, বশির ও মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. কবির জুতার মালা পরিয়ে দেন। এ ঘটনায় দোষীদের...