জানা গেছে, শনিবার দিনগত রাতে ইকবালকে হত্যার পর অভিযুক্ত রাকিবুল ইসলাম রতন (২৬) পালিয়ে যায়। পরদিন রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, হাতুড়ি দিয়ে ইকবালকে হত্যার কথা স্বীকার করেছে রতন। হত্যার পর...