মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষার মানোন্নয়ন করা হবে। এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে শিক্ষিত হয়ে কেউ বেকার থাকবে না। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের বরমচাল স্কুল অ্যান্ড কলেজ, খন্দকার দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক বেলাল আহমদ চৌধুরী, বরমচাল ইউনিয়ন জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক জয়ন্ত মালাকার, খন্দকার দাখিল মাদরাসার সহ-সুপার মাহতাবুর রহমান, নন্দনগর সরকারি প্রাথমিক...