ব্যালন ডি’অর ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ পুরষ্কার। চলতি মাসের শেষেই এবছরের পুরষ্কারটি হাতে উঠবে বছরের সেরা ফুটবলারদের হাতে। সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ পেয়েছে আগে। ফ্রান্সের রিয়াল মাদ্রিদ তারকা কাইলিয়ান এমবাপে তো বলেই দিচ্ছেন এবারের পুরষ্কারটি জিততে যাচ্ছেন তার ফ্রান্স সতীর্থ ওসমান ডেম্বেলে। এমবাপের সাবেক ক্লাব পিএসজি গত মৌসুমে ইউরোপ সেরা হয়ে জেতে ট্রেবল। গত মৌসুমেই ক্যারিয়ারের সেরাটা খেলেছেন ডেম্বেলে। তাই, এমবাপের ভাবনায় পিএসজির ফরোয়ার্ড ও সাবেক সতীর্থ ডেম্বেলেই পাবেন পুরস্কারটি। এমবাপে ইউরোপীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘ওসমানের এটা পাওয়া উচিত। আমার মতে, আশা করছি তিনিই পাবেন ব্যালন ডি’অর। তাকে শুরু থেকেই সহায়তা করেছি। দেখা যাক কি ঘটে। যদি এটা আমার হাতে থাকতো আমি সরাসরি তার বাসায় পুরষ্কারটি পৌঁছে দিতাম।’ ডেম্বেলে...