আক্ষেপের সুরে আক্কাস আালী বলেন, ‘তুমি যখন দেখছো বাবা এখানে চকিদারি কাজ করতেছে তুমি দুইজন মানুষ নিয়ে আসো নাই কেন। আইসা বলো নাই কেন, বাবা তোমাকে আমি ভরণপোষণ করতেছি তুমি কেন এই চাকরি নিছো। এটা কি আমার অপরাধ। এই সময় কি আমি পারতাম তারে জবাব দিতাম।’তুরস্কের জালে স্পেনের ৬ গোল, স্বস্তির জয় পেল জার্মানিচার বছর আগের ঘটনা তুলে ধরে তিনি বলেন, একদিন দুপুরে খাবার নিয়ে আলোচনার একপর্যায়ে নাসুম রেগে আমাকে বলে, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে।’ তারপর...