বালিয়াডাঙ্গীতে বিএনপির মহাসচিবের আশ্বাসে হরতাল প্রত্যাহার সকাল থেকেই জেলার প্রধান সড়কগুলো অবরোধ করেন নেতাকর্মীরা। এর মধ্যে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা-ঢাকা মহাসড়কের দশানী, নওয়াপাড়া, কাটাখালি, মোল্লাহাট সেতু, বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার এবং খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা ও মোংলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। হরতালের অংশ হিসেবে সকাল সাড়ে আটটার দিকে জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। পরে ১০ টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম বলেন, “দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিকভাবে প্রস্তাব দেয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটির পরিবর্তে তিনটি আসন থাকবে।...