বাড়ি ফেরা কৃষকরা হলেন- বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), আবুল মনজুরের ছেলে রহমত উল্লাহ (১৬) এবং আব্দুস সালামের ছেলে সুলতান আহমদ (৩৪)।আরো পড়ুন:সৈকতে মিলল ক্রিকেটার মুশফিকুর রহিমের স্বজনের মরদেহরংপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রথমে কৃষক মো. আলীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। একইদিন দুপুরে খামারে যাওয়ার সময় রহমত উল্লাহ এবং পানের বরজে কাজ করার সময় সুলতান আহমদ অপহরণের শিকার হন। অপহরণের পর তাদের পাহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে তাদের নির্যাতনের পাশাপাশি মুক্তিপণ দাবি করা হয়। রবিবার সন্ধ্যায় মুক্তিপণের টাকা পরিশোধের পর তারা অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরেন। ভুক্তভোগী মো. আলীর স্বজন ইমাম হোসেন বলেন, “তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া...