আগের দিনের মতো বৃষ্টির বাগড়া ছিল না। যদিও আকাশ ছিল কিছুটা ধূসর, কিন্তু ছিল না বজ্রপাতের শঙ্কা। তবু দেখা গেল বিদ্যুচ্চমক। তবে সেটি আকাশে নয়, আর্থার অ্যাশ স্টেডিয়ামের কোর্টে। কার্লোস আলকারাসের র্যাকেটে দেখা গেল যেন আগুনের ঝলকানি। তাতে ছারখার হয়ে গেল ইয়ানিক সিনারের সব প্রচেষ্টা। সময়ের সবচেয়ে আকর্ষণীয় টেনিস লড়াইয়ে দাপুটে জয়ে আলকারাস জানান দিলেন আপাতত তার শ্রেষ্ঠত্ব। ইউএস ওপেনের ফাইনালে ইতালির সিনারকে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতলেন স্পেনের আলকারাস। ট্রফি আর প্রাইজমানির সঙ্গে আলকারাসের প্রাপ্তি আরও অনেক কিছু। গত জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে এই সিনারের কাছে হেরেছিলেন তিনি। সেটির মধুর প্রতিশোধ নেওয়া হলো। পাশাপাশি এই জয়ে নিশ্চিত হয়ে গেল, সিনারকে সরিয়ে র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাও ফিরে পাচ্ছেন তিনি। তুমুল আগ্রহের কেন্দ্রে থাকা ফাইনালে যথারীতি গ্যালারিতে ছিল নানা...