০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় প্রচারণা শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, ডাকসু আচরণবিধির ধারা ৪-এর অধীনে রাত ১১টার পর থেকে সকল প্রকার প্রচারণা নিষিদ্ধ থাকবে। শেষ প্রচারণার দিনটি ছিল ব্যস্ত ও প্রাণবন্ত। সন্ধ্যার পর প্রার্থীরা টিএসসি, কলাভবন, হলপাড়া এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে উপস্থিত হন। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বা ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরেন। তারা নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন। কেউ ব্যক্তিগতভাবে ভোট চান, কেউ গণজমায়েতের মাধ্যমে ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেন। লিফলেট বিতরণ...