০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ এএম ব্যাট হাতে হাঁসপাস করতে থাকা পাকিস্তান লড়াইয়ের পুঁজি পেল মোহাম্মাদ নাওয়াজের ব্যাটে। স্পিন বান্ধব উইকেটে পরে বল হাতে আরও ভয়ঙ্কর রূপে দেখা দিলেন নাওয়াজ। তার স্পিন বিষে নীল হয়ে স্রেফ ৬৬ রানে গুঁটিয়ে গেল আফগানিস্তান। বড় জয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রোববার ফাইনালে ১৪১ রানের পুঁজি নিয়েও পাকিস্তানের জয় ৭৫ রানে। শারজাহতে এই সিরিজের সাত ম্যাচের সবকটিতে জিতল আগে ব্যাটিং করা দল! পাকিস্তানের নায়ক মোহাম্মদ নাওয়াজ। দেশটির তৃতীয় বোলার হিসেবে এই সংস্করণে হ্যাটট্রিক করেছেন তিনি। চার ওভারে এক মেডেনসহ ১৯ রানে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডার। তার আগে ব্যাট হাতে ২ ছক্কায় খেলেছেন ২১ বলে ২৫ রানের ইনিংস। প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ...