০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম নিজ বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মা খুন হয়েছেন। পারিবারিক কোন্দল থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার । তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী। নিহতের মায়ের নাম তাহমিন বেগম। পুলিশ জানায়, গত রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের বাসায় তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। বুধবার রাত ১১টার দিকে নিহত সুমাইয়ার ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। লাশ এখন মর্গে আছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।...