প্রেসিডেন্ট ট্রাম্প আসবেন বলে ইউএস ওপেনের ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় ২টার পরিবর্তে আধা ঘণ্টা পিছিয়েও দেয়া হয়। আর্থার অ্যাশ স্টেডিয়াম এবং টেনিস অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত গ্রহণ করে। বিষয়টি তাদের আগেভাগে না জানানোয় সেটি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন দর্শকেরা। ম্যাচে ট্রাম্পের উপস্থিতি নিয়ে সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা স্বীকার করছি যে, প্রেসিডেন্টের উপস্থিতির কারণে অতিরিক্ত নিরাপত্তায় দর্শকদের ঢুকতে দেরি হতে পারে। আমরা সমর্থকদের ধৈর্য ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাতে চাই। প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য অনেক আয়োজনের প্রয়োজন ছিল। সেখানে আমাদের টেনিস ভক্ত ও নিউইয়র্কের নিরাপত্তা অংশীদারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।’ দর্শকদের না জানিয়ে ম্যাচ আধা ঘণ্টা পিছিয়ে দেয়ায় দিয়ানা দিয়াজ নামের এক দর্শক...