জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত বদরুদ্দীন উমর। মৃত্যুর আগে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন বদরুদ্দীন উমর।তবে তিনি ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেননি। সেই জবানবন্দিতে বদরুদ্দীন উমর ২০০৯ সাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের বিভিন্ন অসংগতি তুলে ধরেন। পাশাপাশি শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানেরও কিছু বিষয় তুলে ধরেন। এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন বদরুদ্দীন উমর। তবে তিনি ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেননি। লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি...