ঘটনাটি বেশি দিন আগের নয়, মাত্র ৩১০০ বছর আগের। আল কোরআন ও বাইবেলের এবং ওল্ড টেস্টামেন্টে অসাধারণভাবে কাহিনিটির বর্ণনা রয়েছে।আমি যতবারই পড়েছি ততবারই মনে হয়েছে মহান আল্লাহ কেন এমনটি করলেন। একটি জাতি যুগের পর যুগ মজলুম অবস্থায় কান্নাকাটি করল তারপর আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং নেতা নির্বাচন করে দিলেন। তারপর সেই নেতার নেতৃত্বে সবাই যখন জালুতের বিরুদ্ধে যুদ্ধে গেল তখন পথের মাঝে বিরাট এক নদী ছিল। মজলুমরা ছিল ভীষণ ক্লান্ত এবং ক্ষুধার্ত। তারা নদীর টলটলে পানি দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ল এবং পাগলের মতো দৌড়ে নদীর পানে ছুটল তৃষ্ণা নিবারণের জন্য। মজলুমদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নেতা তালুত যাকে হিব্রু বাইবেলে সল বলে ডাকা হয় তিনি মজলুমদের বললেন খবরদার! নদীর পানি পান করবে না। আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু...