সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, যারা নির্বাচনকে ভয় পায়, তারা নির্বাচন পেছানো, পিআর পদ্ধতি ও সংস্কার ইত্যাদি সহ বিভিন্ন অযৌক্তিক দাবি করে নির্বাচন বানচালের চেষ্ট করছে। জাতীয় নির্বাচন সঠিক সময়েই হবে। কারো অযৌক্তিক দাবি এ দেশের জনগণ মেনে নেবে না। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উন্নত, স্বনির্ভর ও উন্নয়নশীল যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ গঠনে ভূমিকা রাখতে আমরা যেন পিছিয়ে না পড়ি, এজন্য তৃণমূলের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে বিএনপিকে আরো শক্তিশালী করে...