‘আমি তো তোমাকে আমার পরিবারের চেয়ে বেশি দেখছি মনে হচ্ছে!’ – কথাটা কার্লোস আলকারাজের, ফাইনাল শেষে বলেছেন ইয়ানিক সিনারকে। মনে হওয়ারই কথা। চলতি বছর শুধু গ্র্যান্ড স্ল্যামের ফাইনালেই যে দুই জনের দেখা হলো এ নিয়ে তিনবার! তবে শেষবার উইম্বলডনের ফাইনালে শেষ হাসিটা সিনারই হেসেছিলেন, তাই প্রতিশোধের আগুন জ্বলছিল আলকারাজের মনে। সিনারকে চার সেটে হারিয়ে ইউএস ওপেন শিরোপা সে প্রতিশোধটা নিলেন কার্লোস আলকারাজ। ২২ বছর বয়সী স্প্যানিশ তারকা ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে জিতেছেন। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন এবং মোট ছয় নম্বর গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অর্জন করলেন। এই জয়ের ফলে আলকারাজ সোমবার থেকে আবারও বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে ফিরবেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে এক নম্বর হারানোর পর এটিই হবে তার প্রত্যাবর্তন। এর সঙ্গে শেষ হলো সিনারের হার্ড...