ম্যাচের তখন ১১ মিনিট। ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ালেন কোডি গাকপো, ডান পায়ের শটে জালে বল পাঠালেন মেমফিস ডিপে। এই গোলে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি রেকর্ড নিজের করে নেন তিনি। নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এই তারকা ফরোয়ার্ড। ছাড়িয়ে যান রবিন ভ্যান পার্সিকে। পরে আরও এক গোলে নিজের রেকর্ডকে এগিয়ে দেন ডিপে। বিশ্বকাপ বাছাইয়ে রবিবার রাতে লিথুয়ানিয়ার মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে ১০২ ম্যাচ খেলে ৫০ গোল নিয়ে আগে রেকর্ড ছিল ভ্যান পার্সির। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে ওই রেকর্ড স্পর্শ করেছিলেন ডিপে। এক ম্যাচ পর এককভাবে তালিকার শীর্ষে বসলেন তিনি। ডিপের রেকর্ড গোলের পর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিম্বার। তবে প্রথমার্ধের সমতায় ফেরে লিথুয়ানিয়া। ৩৬ মিনিটে জিদাস জিনেটিস এবং ৪৩ মিনিটে এডভিনাস জিরডাভাইনিস...