গাজা সিটির বহুতল ভবনগুলো একে একে ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। রবিবার (৭ সেপ্টেম্বর) সর্বশেষ আল-রুয়া টাওয়ারে বিমান হামলা চালিয়ে সেটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, চলমান অভিযানে শহরের অন্তত ৫০টি উঁচু ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এই হামলায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শুধু উত্তরাঞ্চলেই প্রাণ হারিয়েছেন ৪৯ জন।আরো পড়ুন:আমি আ.লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকীনুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস আমি আ.লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না: কাদের সিদ্দিকী ইসরায়েলি সেনারা দাবি করেছে, হামলার আগে আল-রুয়া টাওয়ার খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এতে ভবনের ভেতরে থাকা মানুষজনের পাশাপাশি আশপাশের তাঁবুতে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোও পালিয়ে যায়। ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া আলজাজিরাকে বলেন, “পরিস্থিতি ভয়াবহ এবং মানুষের মধ্যে আতঙ্ক...