জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ট্রেনটির কয়েকটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এতে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় রেলওয়ে পুলিশ, স্টেশন মাস্টার ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হয়েছেন বলে জানা গেছে।এদিকে দুর্ঘটনার কারণে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে রেলপথে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। অনেকেই বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন।রেলওয়ের কর্মকর্তারা জানান, উদ্ধারকারী ক্রেন...