দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.664 গ্রাম)২ হাজার ৭১৮ টাকা বেড়ে দাঁড়াল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।রোববার (৭ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।এর আগে আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চার দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। সর্বশেষ ৪ সেপ্টেম্বর ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা এতদিনের মধ্যে...