নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাসের লাইনে বিস্ফোরণের ঘটনায় স্বামী মানব চৌধুরীর পর এবার স্ত্রী বাচা চৌধুরী মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানব চৌধুরী। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন...