আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত কয়েকটি ব্যবসায়িক অংশীদারের জন্য আমদানি শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। শুক্রবার স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শিল্পপণ্য—যেমন নিকেল, স্বর্ণ, অন্যান্য ধাতু, ঔষধ ও রাসায়নিক যৌগ—সংক্রান্ত বাণিজ্য চুক্তি করবে, তারা শুল্ক অব্যাহতি সুবিধা পাবে। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাত মাস আমদানি শুল্ক বাড়িয়ে বৈশ্বিক বাণিজ্যে চাপ সৃষ্টি করেছিলেন। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায়। তবে সর্বশেষ আদেশে তিনি শুল্ক কমানোর মাধ্যমে “সারিবদ্ধ অংশীদারদের” জন্য সুযোগ রাখলেন। নতুন আদেশে ৪৫টিরও বেশি পণ্যের ক্যাটাগরিতে শূন্য আমদানি শুল্কের ঘোষণা দেওয়া হয়েছে। এই সুবিধা শুধুমাত্র সেসব দেশের জন্য প্রযোজ্য হবে, যারা ট্রাম্পের আরোপিত ‘পারস্পরিক শুল্ক’ এবং ধারা ২৩২-এর অধীনে আরোপিত কর কমাতে যুক্তরাষ্ট্রের...