বাংলাদেশ ক্রিকেটে সব সময়ই প্রাসঙ্গিক ছিলেন বুলবুল। বিসিবির প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই তার সঙ্গে গণমাধ্যমের সম্পর্কটা ছিল ভিন্ন রকমের। বলা হয়, দেশের ক্রিকেটের প্রথম গণমাধ্যমবান্ধব ব্যক্তিত্বও ছিলেন তিনি। দেশের হয়ে প্রথম টেস্টে ১৪৫ রানের ইনিংসের জন্য সবার পছন্দের শীর্ষেও ছিলেন। কিন্তু সম্প্রতি বিসিবি প্রেসিডেন্টের চেয়ারে বসার পর টি-টোয়েন্টি খেলার ঘোষণা দেন তিনি। সেটা যখন ওয়ানডে কিংবা টেস্টের দিকে মোড় নেয়, তারপর থেকেও তার কার্যক্রম ঘিরে গণমাধ্যমে নানা রিপোর্ট প্রকাশ হতে দেখা গেছে। বিষয়গুলো নাকি ইতিবাচকভাবে নিতে পারেননি বুলবুল। সেজন্যই অভিমান কিংবা ক্ষোভ থেকে সাংবাদিকদের নিজের ফোনের কালো তালিকায় রাখা শুরু করেছেন তিনি।বিসিবির প্রেসিডেন্টের চেয়ারে বসা ব্যক্তিত্বের কাছ থেকে এমনটা আশা করেন না বলে জানিয়েছেন গণমাধ্যমে কর্মরত বেশ কয়েকজন সংবাদকর্মী। আবেগ নয়, বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বশীলতা দেখতে...