ইসরায়েলের আগ্রাসনের ফলে ফিলিস্তিনের গাজায় মৃত্যু মিছিল থামছেই না। গত অক্টোবর ২০২৩-এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শুধু ক্ষুধা এবং অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত একদিনে বিভিন্ন হাসপাতালে মোট ৮৭ জনের মরদেহ এসেছে এবং আহত হয়েছেন আরও ৪০৯ জন। এতে মোট আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জনে। মন্ত্রণালয় দাবি করেছে যে, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে রয়েছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। এদিকে, মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণহানিও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে ৩১ জন নিহত এবং অন্তত ১৩২ জন আহত...